Author: rksbd
বিশেষ বিজ্ঞপ্তি:
হাসপাতাল সমাজসেবা কার্যালয় রোগী কল্যাণ সমিতি চমেকহার স্থান পরিবর্তন। সকলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের ( নতুন ভবনের) নিচতলার ফ্লু কর্ণারে যোগাযোগ করার অনুরোধ করা গেলো।
Read moreBy: rksbd
রোগী কল্যাণ সমিতি চমেকহা পক্ষ হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগ ওয়ার্ড-৩১ এর ওটির জন্য ১টি Spot Light চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রোগী কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এমফিল এমপিএইচ মহোদয়ের মাধ্যমে হস্তান্তর করা। উপস্থিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. অং শৈ প্রু মারমা, সহকারী পরিচালক ডা. রাজিব পালিত ও সহকারী পরিচালক রুমা ভট্টাচার্য, রোগী কল্যাণ সমিতি সহ-সভাপতি ডাঃ মো: তৈয়ব সিকদার, রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, যুগ্ন সম্পাদক ও সমাজসেবা অফিসার রাশনা শারমিন, পাঠাগার সম্পাদক আলহাজ্ব জিয়া উদ্দিন খালেদ চৌধুরী ও আই সি টি মোহাম্মদ আলী প্রমুখ।
Read moreBy: rksbd
সমাজসেবায় ও চিকিৎসা সহায়তায় A K Khan Foundation এর দান অনন্য। রোগী কল্যাণ সমিতি চমেকহা অকৃত্রিম বন্ধু প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের চিকিৎসা সহায়তাও উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুঃস্থ দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসা সহায়তায় রোগীকল্যাণ সমিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০,০০,০০০/- টাকার অনুদানের চেক প্রদান করে।
অসংখ্য ধন্যবাদ A K Khan Foundation কে মানবসেবায় রোগীকল্যাণ সমিতির পাশে থাকায়।
Read moreBy: rksbd
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির উদ্যোগ এবং প্যাসিফিক জিন্সের ‘মোঃ নাসির উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট’ এর সহযোগিতায় নিউরো সার্জারি ওয়ার্ডে ১০আইসিইউ শয্যা।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন।
Read moreBy: rksbd
রোগী কল্যাণ সমিতি চমেকহার আজীবন সদস্য পদ গ্রহণ করেন আইন উপদেষ্টা( সিনিয়র জজ) চট্টগ্রাম কাস্টম হাউস, জনাব মোহাম্মদ সামস্উদ্দীন খালেদ।
এসময় তিনি রোগী কল্যাণ সমিতির বিভিন্ন কার্যক্রম দেখেন এবং প্রশংসা করেন।
Read moreBy: rksbd
রোগী কল্যাণ সমিতি চমেকহার আজীবন সদস্য পদ গ্রহণ করেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রাক্তন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জনাব মোহাম্মদ সামসুদ্দিন। আজীবন সদস্য সনদ হস্তান্তর করেন রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার জনাব অভিজিৎ সাহা।
এসময় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুঃস্থ দরিদ্র ও অসহায় রোগীদের সাহায্যার্থে ১,০০,০০০/- টাকার চেক প্রদান করেন। ইতি পূর্বেও তিনি রোগীদের চিকিৎসা সহায়তায় রোগী কল্যাণ সমিতিতে ১,০০,০০০/- টাকা প্রদান করেছিলেন।
Read moreBy: rksbd
সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার অসহায় ও গরীব রোগীদের চিকিৎসার জন্য জনাব এম এ মোতালেব এমপি চিকিৎসা সহায়তা কর্মসূচী আওতায় রোগী কল্যাণ সমিতি চমেকহার মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগ ওয়ার্ড-১৪ বেড-৫৪ চিকিৎসাধীন রোগী মোঃ রেজাউল করিম, বয়স-৩০, চিব বাড়ি, পরিহা নগর, সাতকানিয়া, চট্টগ্রাম কে পরীক্ষা নিরীক্ষা ফি বাবদ ১০,০০০/- টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। যার আর্থিক সহায়তা প্রদান করেন জনাব এম এ মোতালেব এমপি মহোদয়।
(সাতকানিয়া-লোহাগাড়া এলাকার জন্য প্রযোজ্য) দুঃখের বিষয় রোগী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে মার যান। আজ রোগী কল্যাণ সমিতি হতে তার প্রাপ্ত পরীক্ষা নিরীক্ষার বিল ১০,০০০/- টাকা তার স্ত্রীকে প্রদান করা হয়।
Read moreরোগী কল্যাণ সমিতি চমেকহার সহ-সভাপতি
নব নির্বাচিত সংসদ সদস্য চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) জনাব এম এ মোতালেব সিআইপি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতে রোগীকল্যাণ সমিতির কার্যকরী পরিষদের সদস্য ও কর্মী বৃন্দ।এসময় তিনি জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুঃস্থ ও অসহায় রোগীদের সহায়তায় সবসময় পাশে আছেন এবং ভবিষ্যতে সহায়তা আরো বেগবান হবে।
Read more