Author: rksbd
খন্ড খন্ড ভালোবাসার, খন্ড চিত্র।
রোগী কল্যাণ সমিতি চমেকহা হতে ক্যান্সার আক্রান্ত রোগী ফরিদ আহমদ, বয়স-৭০ কে ১৪,৬০০/-টাকার কেমোথেরাপির ঔষধ, সার্জারি রোগী খোরশেদ আলম, বয়স-৩৬ এর জন্য তার ভাইয়ের নিকট lnj- Kabiven (1440) , অজানা শিশুর জন্য ২টি ল্যাকটোজেন দুধ, ১০ পিচ ডায়পার, শিশু রোগী আরফান, রয়স-৪৭দিন এর জন্য তার মায়ের নিকট পরীক্ষা নিরীক্ষার ৩,০০০/-টাকা এবং মেডিসিন বিভাগ ওয়ার্ড-১৪ এ […]
Read moreচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুঃস্থ দরিদ্র ও অসহায় ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য রোগী কল্যাণ সমিতি চমেকহা য় আলহাজ্ব জিয়াউদ্দিন খালেদ চৌধুরী (রোগীকল্যাণ সমিতির পাঠাগার সম্পাদক) এর মাধ্যমে ৫০,০০০/- টাকা সহায়তা প্রদান করেন এনায়েত বাজার মহিলা কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল রওশন আরা বেগম।
Read moreরোগীকল্যাণ সমিতির মুখপত্র রোগীকল্যাণ বার্তার মোড়ক উন্মোচন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগীকল্যাণ সমিতর মুখপত্র রোগীকল্যাণ বার্তার ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় আজ। এ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে রোগীকল্যাণ সমিতির সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসান বলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগীকল্যাণ সমিতি দরিদ্র ও অসহায় রোগীদের সুচিকিৎসা প্রাপ্তিতে […]
Read moreরোগী কল্যাণ সমিতি চমেকহা হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগ ওয়ার্ড-৩২ এ তাহের ব্রাদার্স লিঃ এর আর্থিক সহায়তা এবং রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডাঃ তৈয়ব সিকদার সাহেবের এর উদ্যোগে ১টি মূল্যবান Neonatal Phototherapy unit BT-400 মেশিন প্রদান করা হয়। Neonatal Phototherapy unit BT-400 মেশিন টি নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহীন এর নিকট হস্তান্তর করেন রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডাঃ তৈয়ব সিকদার। উপস্থিত ছিলেন উক্ত বিভাগে সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মাসউদুর রহমান খান, রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, রোগী কল্যাণ সমিতির অর্থসম্পদ মোহাম্মদ জাহাঙ্গীর মোস্তফা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের চিকিৎসক বৃন্দ। এছাড়াও রোগী কল্যাণ সমিতি হতে উক্ত বিভাগে ২টি Nebulizer machine প্রদান করা হয়।
Read moreশীতের প্রকোপ শুরু হওয়ায় দিন দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট জনিত রোগে শিশু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় শিশু রোগ বিভাগ ওয়ার্ড-৯ এবং ওয়ার্ড -৮ এর চিকিৎসক বৃন্দের অনুরোধে আজ রোগী কল্যাণ সমিতি চমেকহা হতে ৬টি Nebulizer machine প্রদান করা হয়। Nebulizer machine গুলো শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর (ডাঃ) এ,কে,এম রেজাউল করিম স্যারের নিকট হস্তান্তর করেন রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার জনাব অভিজিৎ সাহা। এসময় উপস্থিত ছিলেন উক্ত বিভাগে চিকিৎসক ও নার্স বৃন্দ।
উল্লেখ্য যে শিশু রোগ বিভাগে বেশ কিছু Nebulizer machine এর প্রয়োজন, এমতাবস্থায় আপনার আপনাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা প্রদান করতে পারেন।
Read moreরোগী কল্যাণ সমিতি চমেকহা হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগ ওয়ার্ড-৩২ এ তাহের ব্রাদার্স লিঃ এর আর্থিক সহায়তা এবং রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডাঃ তৈয়ব সিকদার সাহেবের এর উদ্যোগে ২টি SYRINGE PUMP (EN-S7 Smart, EN-S7) প্রদান করা হয়। SYRINGE PUMP গুলো নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহীন এর নিকট হস্তান্তর করেন তাহের ব্রাদার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এর সহধর্মিণী মিসেস মুনতাসীর মামুন । উপস্থিত ছিলেন উক্ত বিভাগে সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মাসউদুর রহমান খান, রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের চিকিৎসক বৃন্দ। এসময় তিনি উক্ত ওয়ার্ড পরিদর্শন করেন এবং ওয়ার্ডের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তায় পাশে আছেন বলে জানান।
Read moreগত ২২/১০/২০২২ তারিখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিভাগ ওয়ার্ড-৯ এ চিকিৎসাধীন অবস্থায় রেখে পালিয়ে যায় শিশুটির পিতা মাতা। রোগী কল্যাণ সমিতি চমেকহা হতে অজ্ঞাত (মোঃ আরিফ) বয়স-১০ মাস শিশুটির জন্য ২প্যাক ডায়পার, ২প্যাক ওয়েট টিস্যু এবং ২টি ফিডার প্রদান করা হয়। শিশুটি বর্তমানে শিশু রোগ বিভাগ ওয়ার্ড-৯ এর পুষ্টি ব্লক বেড-৪ এ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
Read moreচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুঃস্থ দরিদ্র ও অসহায় প্রতিবন্ধী রোগীদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চট্টগ্রাম থেকে আজ হাসপাতাল সমাজসেবা কার্যালয় রোগী কল্যাণ সমিতি চমেকহা তে ১০টি হুইলচেয়ার প্রদান করা হয়।
হুইলচেয়ার গুলো হস্তান্তর করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চট্টগ্রাম এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব সিতারাই ফেরদৌস।
Read more