August 13, 2022
By: rksbd
নগরীর পাঁচলাইশ থানাধীন জাতিসংঘ পার্কের পাশে প্রাইভেটকার থেকে ছুঁড়ে ফেলে দেওয়া পুটলিতে বাঁধা নবজাতক কন্যা শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগ ওয়ার্ড-৩২ এ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ওয়ার্ডের কর্তব্যরত এক চিকিৎসক জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। তবে তার কপালে একটি জন্মগতভাবে মাংসপিন্ড থাকলেও অপারেশনের মাধ্যমে সেটি সারিয়ে নেওয়া সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসারা । আজ রোগী কল্যাণ সমিতি চমেকহা হতে শিশুটির খোঁজখবর নেয়া হয় এবং প্রয়োজনীয় সহায়তায় পাশে আছে রোগীকল্যাণ সমিতি ।
এছাড়াও উক্ত বিভাগে আরও একটি পরিচয়হীন কন্যা শিশু রয়েছে যার প্রয়োজনীয় ল্যাকটোজেন দুধ, ডায়াপার, ওয়েট টিস্যু সহ প্রয়োজনীয় সামগ্রী সহায়তা প্রদান করে যাচ্ছে রোগীকল্যাণ সমিতি।