চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগীকল্যাণ সমিতি
বাংলাদেশে ব্যক্তি এবং দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে আর্ত–পীড়িত মানুষের সেবার মাধ্যমে যে সব সংগঠন একটি নিজস্ব পরিচিতি গড়ে তুলেছে তন্মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগীকল্যাণ সমিতি অন্যতম। দীর্ঘকাল ধরে সমিতি সমাজ সেবায় নিরলসভাবে কাজ করে চলেছে। ১৯৬২ সালের ১৩ ডিসেম্বর এই সমিতি প্রতিষ্ঠিত হয়।
একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিছানায় কাতরায়, তখন তিনি যে কতটা অসহায় তা আর বলার অপেক্ষা রাখে না। এমতাবস্থায় এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো একজন সুস্থ মানুষের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই এই সমিতি গঠন ও যাত্রা। আল্লাহর মেহেরবানীতে রোগী কল্যাণ সমিতি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সর্বদা বিতর্কের ঊর্ধ্বে থাকতে পেরেছে। আশা করি আগামীতেও এধারা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।
প্রতি বছর পবিত্র রমজান মাসে রোগীকল্যাণ সমিতির উদ্যোগে যাকাত ও দানের ফজিলত বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা ও ইফতার মাহফিলে বায়তুশ শরফের পীর বাহরুল উলুম আল্লামা শাহ মোহাম্মদ কুতুব উদ্দিন রমজানের তাৎপর্য এবং যাকাত ও দানের ফজিলত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি নিজেও রোগীকল্যাণ সমিতির তহবিলে যাকাত প্রদান করেন এবং তাঁর আহ্বানে সাড়া দিয়ে অনেক ধর্মপ্রাণ মহৎ ব্যক্তিবর্গ রোগী কল্যাণ সমিতির যাকাত ও দান তহবিলে আর্থিক সহযোগিতায় এগিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে রোগীকল্যাণ সমিতির পরিচালনা কমিটির আহবানে সাড়া দিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন রোগীকল্যাণ সমিতির জন্য ১০ কোটি টাকার একটি তহবিল গঠন করার আশ্বাস প্রদান করেন। রোগী কল্যাণ সমিতির নিজস্ব কোন আয়ের উৎস নেই। সর্বসাধারণের সাহায্যই এর একমাত্র অর্থের উৎস। বিত্তবান মুসলমানদের যাকাত হতে প্রাপ্ত অর্থ সম্পূর্ণ ইসলামী শরীয়ত মোতাবেক দরিদ্র ও যাকাতের হকদার রোগীদের কল্যাণে ব্যয় করা হয়। অপরদিকে যাকাত ছাড়া বিত্তবানদের অপরাপর এককালীন সাহায্য মুসলমান–অমুসলমান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল গরীব রোগীদের কল্যাণে ব্যয় করা হয়। এছাড়া আরো এক প্রকার অর্থ থেকে রোগী কল্যাণ সমিতির ফান্ড সৃষ্টি করা হয় তা হলো আজীবন সদস্য পদ লাভ করার জন্য সমাজকর্মীদের প্রদত্ত অর্থ। উল্লেখ্য, আজীবন সদস্য ফি পাঁচ হাজার টাকা, ফরম সংগ্রহ ফি দশ টাকা এবং আইডি কার্ড পঞ্চাশ টাকা সর্বমোট পাঁচ হাজার ষাট টাকা। তাই বিত্তবানদের প্রতি অনুরোধ জানাচ্ছি তাঁরা যেন সাধ্যমত সাহায্যের পাশাপাশি আজীবন সদস্য পদ লাভে এগিয়ে আসেন। বর্তমানে রোগীকল্যাণ সমিতির আজীবন সদস্য সংখ্যা এক হাজার ছিষট্টি জন।
রোগীকল্যাণ সমিতির কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত ৩ (তিন) লক্ষাধিক দুস্থ, অসহায়, পীড়িত রোগী চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছেন। মে ২০১৭ হতে এপ্রিল ২০১৮ পর্যন্ত উপকৃতের সংখ্যা ১৮০৫২ জন। মে ২০১৭ হতে এপ্রিল ২০১৮ পর্যন্ত রোগীকল্যাণ সমিতির মাধ্যমে যাকাত খাতে ৪৪,৪২,২০০/- টাকা, আজীবন সদস্য ফি ২,৭৮,৩১০/- টাকা, দান তহবিলে ৪০,৬২,৪৯০/- টাকা, ব্যাংক ও মেয়াদী আমানত মুনাফা ৫,২২,৫৮৭/- টাকা ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে অনুদান খাতে ৮,০০,০০০/- টাকা সংগৃহীত হয়েছে। সংগৃহীত মোট ১,০১,০৫,৫৮৭/- প্রাপ্তি হতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৬৬,৫২,২১৯/- ব্যয়ের মাধ্যমে অসহায়, দুস্থ,গরীব রোগী চিকিৎসা সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন। ২০১৭–২০১৮ অর্থবছরে ১ কোটি টাকার একটি সম্ভাব্য বাজেট প্রণয়ন করা হয়েছে। তা বাস্তবায়নের লক্ষে সকলের সহযোগীতা একান্তভাবে কামনা করছি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জালাল উদ্দিন পদাধিকারবলে রোগীকল্যাণ সমিতির সভাপতি। তাঁর নেতৃত্বে এ সমিতি অত্যন্ত সততা ও দক্ষতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সমিতির কার্যক্রম বিভিন্ন মহলে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। রোগীকল্যাণ সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সরকার কর্তৃক অনুমোদিত ২৫ সদস্য বিশিষ্ট বর্তমান কার্যকরী পরিষদ যথেষ্ট ভূমিকা রেখে চলেছেন। পদাধিকার বলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা অভিজিৎ সাহা ও যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা তানজিনা আফরিন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতি তথা হাসপাতাল সমাজসেবা কার্যক্রম জাতীয় সমাজসেবা দিবস– ২০১৭ এ সারাদেশে জাতীয়ভাবে শ্রেষ্ঠ হাসপাতাল সমাজসেবা কার্যালয় হিসেবে পুরষ্কার লাভ করেছে এবং ২০১৬ সালে ও ২০১৮ সালে কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা অভিজিৎ সাহা শ্রেষ্ঠ হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা হিসেবে সমাজসেবা পুরষ্কারে ভূষিত হয়েছেন।
রোগী কল্যাণ সমিতির তহবিলের সিংহভাগ পাওয়া যায় রমজান মাসে। বিত্তবানদের প্রদত্ত যাকাত থেকে আমি এ রমজান মাসে যাকাত দাতাদের প্রতি সমিতির তহবিলে তাঁদের যাকাতের একটি অংশ প্রদানের আবেদন জানাচ্ছি। একই সাথে সর্বস্তরের জনসাধারণের কাছেও আবেদন জানাই আসুন রোগী কল্যাণ সমিতির তহবিলকে আমরা শক্তিশালী করি এবং মানবতাবোধে উজ্জীবিত হয়ে আর্তের পাশে দাঁড়াই। আপনার সহায়তা সরাসরি জমা করতে পারেন ১) রোগীকল্যাণ সমিতির (যাকাত তহবিল) হিসাব নং– ৩৪০–৩২২৩৪/০২০০০০৩০৪৬০১৩, অগ্রণী ব্যাংক, মেডিকেল কলেজ শাখা, চট্টগ্রাম। ২) রোগীকল্যাণ সমিতির (যাকাত তহবিল) হিসাব নং– ১৪২–২৩০১–০০০০০০১৪৮, ইউসিবিএল, মেডিকেল কলেজ শাখা, চট্টগ্রাম। ৩) রোগীকল্যাণ সমিতি (দান তহবিল) হিসাব নং– ৩৪০–০০৪০৬/০২০০০০২৯৭৬৬৪২, অগ্রণী ব্যাংক, মেডিকেল কলেজ শাখা, চট্টগ্রাম। ৪) রোগীকল্যাণ সমিতি (দান তহবিল) হিসাব নং– ১৪২২৩০১০০০০০০৪৪৫, ইউসিবিএল, মেডিকেল কলেজ শাখা, চট্টগ্রাম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগীকল্যাণ সমিতি একটি সেবামূলক সংগঠনের নাম। শতভাগ ত্যাগ ও সেবার মানসিকতা নিয়ে এ সংগঠনটি গড়ে উঠে। এই মহৎ উদ্যোগের সাথে প্রতিষ্ঠাকালীন যারা বিভিন্নভাবে জড়িত ছিলেন তাঁদের অধিকাংশই আজ আমাদের মাঝে নেই।
আমি তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি। কোন মহৎ কাজ এক দিনে হয় না। এর জন্য দরকার দীর্ঘদিনের ত্যাগ, পরিশ্রম, নিরলস প্রচেষ্টা এবং সাংগঠনিক দক্ষতা। সেই ১৯৬২ সালে প্রতিষ্ঠিত রোগীকল্যাণ সমিতি অদ্যাবধি যে গতি ও তৎপরতার সাথে এগিয়ে চলেছে তার পেছনেও রয়েছে অনেক ত্যাগ ও সুষ্ঠু পরিকল্পনা। এর পেছনে সর্বদা একদল মহৎপ্রাণ মানুষের অক্লান্ত পরিশ্রম ছিল বলেই সংগঠনটির অগ্রযাত্রা কখনো থেমে যায়নি। আমি এ সংগঠনের সাথে শুরু থেকে আজ পর্যন্ত যারা বিভিন্ন ভাবে জড়িত ছিলেন এবং আছেন প্রত্যেককে গভীর শ্রদ্ধা জানাচ্ছি।