
কক্সবাজার সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সাথে বৈঠক
কক্সবাজার সদর হাসপাতাল রোগীকল্যাণ সমিতির আমন্ত্রনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকল্যাণ সমিতির নেতৃবৃন্দ ১৬ নভেম্বর ২০১৮ সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অংশগ্রহন করেন। কক্সবাজার সদর হাসপাতাল রোগীকল্যান সমিতির সভাপতি ডাঃ পু চ নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজারের সম্মানিত সিভিল সার্জন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ, সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কক্সবাজার সদর হাসপাতালে রোগীকল্যাণ সমিতিকে আর ও কার্যকর ও বেগবান করার জন্য এখানকার সমাজসেবকদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগীকল্যান সমিতির কার্যক্রম ও অভিজ্ঞতা শেয়ার করা হয়। বেশ কিছু বিষয়ে পরামর্শ ও প্রদান করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগীকল্যান সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ডাঃ তৈয়ব সিকদার, পাঠাগার সম্পাদক জনা জিয়াউদ্দিন খালেদ চৌধুরী,কার্যকরী পরিষদ সদস্য আলাহাজ্ব মাহমুদুল হাসান, আলহাজ্ব মুজিবুল হক সিদ্দিকী বাচ্চু এবং সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা।