August 11, 2024
By: rksbd
সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার অসহায় ও গরীব রোগীদের চিকিৎসার জন্য জনাব এম এ মোতালেব এমপি চিকিৎসা সহায়তা কর্মসূচী আওতায় রোগী কল্যাণ সমিতি চমেকহার মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগ ওয়ার্ড-১৪ বেড-৫৪ চিকিৎসাধীন রোগী মোঃ রেজাউল করিম, বয়স-৩০, চিব বাড়ি, পরিহা নগর, সাতকানিয়া, চট্টগ্রাম কে পরীক্ষা নিরীক্ষা ফি বাবদ ১০,০০০/- টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। যার আর্থিক সহায়তা প্রদান করেন জনাব এম এ মোতালেব এমপি মহোদয়।
(সাতকানিয়া-লোহাগাড়া এলাকার জন্য প্রযোজ্য)
দুঃখের বিষয় রোগী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে মার যান। আজ রোগী কল্যাণ সমিতি হতে তার প্রাপ্ত পরীক্ষা নিরীক্ষার বিল ১০,০০০/- টাকা তার স্ত্রীকে প্রদান করা হয়।