August 11, 2024
By: rksbd
সমাজসেবায় ও চিকিৎসা সহায়তায় A K Khan Foundation এর দান অনন্য। রোগী কল্যাণ সমিতি চমেকহা অকৃত্রিম বন্ধু প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের চিকিৎসা সহায়তাও উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুঃস্থ দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসা সহায়তায় রোগীকল্যাণ সমিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০,০০,০০০/- টাকার অনুদানের চেক প্রদান করে।
অসংখ্য ধন্যবাদ A K Khan Foundation কে মানবসেবায় রোগীকল্যাণ সমিতির পাশে থাকায়।