শীতের প্রকোপ শুরু হওয়ায় দিন দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট জনিত রোগে শিশু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় শিশু রোগ বিভাগ ওয়ার্ড-৯ এবং ওয়ার্ড -৮ এর চিকিৎসক বৃন্দের অনুরোধে আজ রোগী কল্যাণ সমিতি চমেকহা হতে ৬টি Nebulizer machine প্রদান করা হয়। Nebulizer machine গুলো শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর (ডাঃ) এ,কে,এম রেজাউল করিম স্যারের নিকট হস্তান্তর করেন রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার জনাব অভিজিৎ সাহা। এসময় উপস্থিত ছিলেন উক্ত বিভাগে চিকিৎসক ও নার্স বৃন্দ।
উল্লেখ্য যে শিশু রোগ বিভাগে বেশ কিছু Nebulizer machine এর প্রয়োজন, এমতাবস্থায় আপনার আপনাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা প্রদান করতে পারেন।
