ওয়ার্ড নং- ৭ , কক্ষ নং- ২৪৯

চট্টগ্রাম মেডিকেল কলেজ , হাসপাতাল

+৮৮০৩১-৬১৬০৩৭

রোগী কল্যাণ সমিতি রোগীদের চিকিৎসা সহায়তার পাশাপাশি প্রতিবছর দুঃস্থ রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে। অন্যান্য বারের মতো জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ উপলক্ষে ১৩ জানুয়ারি সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রোগীকল্যাণ সমিতির পক্ষ হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন দুঃস্থ রোগীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল, স্পেশাল চেয়ার, ক্র্যাচ, নেবুলাইজার মেশিন বিতরণ করেন রোগীকল্যাণ সমিতির সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। এ সময় তিনি বলেন অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব। হাসপাতালে চিকিৎসাধীন রোগী এসময় সবচেয়ে বেশি অসহায় থাকেন। একদিকে চিকিৎসা ব্যয় মেটানো অন্যদিকে শীতের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করা একজন দরিদ্র রোগীর জন্য খুবই কষ্টকর। এমতাবস্থায় রোগীকল্যাণ সমিতি চিকিৎসা, ঔষধ, পথ্য ও উপকরণ সহায়তার পাশাপাশি শীত নিবারণের জন্য কম্বল বিতরণের মতো মহৎ কাজ করছে। অসহায় রোগীদের সার্বিক সহায়তায় রোগীকল্যাণ সমিতির পাশে থাকায় তিনি সমিতির সাথে সংশ্লিষ্ট সকল সদস্য ও দাতাদের ধন্যবাদ জানান। রোগীকল্যাণ সমিতির পক্ষ হতে হৃদরোগ বিভাগে ব্যবহারের জন্য দু’টি আধুনিক ইসিজি মেশিনও হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবিরের নিকট হস্তান্তর করা হয়। তাছাড়া ডাঃ হাফছা সালেহ ডায়ালাইসিস রোগীদের জন্য নগদ দশ হাজার টাকা রোগীকল্যাণ সমিতিকে প্রদান করেন। সমাজসেবা অধিদফতরের বিভিন্ন কল্যাণমুখী কার্যক্রমের মধ্যে অন্যতম হাসপাতাল সমাজসেবা কার্যক্রম। এ কার্যক্রমের অধীন রোগীকল্যাণ সমিতি তার বৈচিত্র্যময় সেবার জন্য সমগ্র বাংলাদেশে ইতোমধ্যে বেশ পরিচিতি পেয়েছে মর্মে পরিচালক জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের উপপরিচালক ডাঃ অং সুই প্রু মারমা, সহকারী পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলম, ডাঃ রুমা ভট্টাচার্য, ডাঃ শাহীদা আকতার ও ডাঃ আবদুল মান্নান, সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, রাসনা শারমীন লোপা, রোগীকল্যাণ সমিতির তথ্য প্রকাশনা ও প্রচার সম্পাদাক হাফেজ মোহাম্মদ আমান উল্ল্যাহ, পাঠাগার সম্পাদক জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য রোকেয়া জামান, আবছার উদ্দিন চৌধুরী, ডাঃ হাফছা সালেহ, নেজামুল হক চৌধুরী, রশিদ আহমেদ, মোহাম্মদ শাহেদ প্রমুখ।" href="https://rksbd.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/">Previous Post
রোগী কল্যাণ সমিতি চমেকহার মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগ ওয়ার্ড-১৪ বেড-৫৪ চিকিৎসাধীন রোগী মোঃ রেজাউল করিম, বয়স-৩০, চিব বাড়ি, পরিহা নগর, সাতকানিয়া, চট্টগ্রাম কে পরীক্ষা নিরীক্ষা ফি বাবদ ১০,০০০/- টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। যার আর্থিক সহায়তা প্রদান করেন জনাব এম এ মোতালেব এমপি মহোদয়।" href="https://rksbd.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c/">Next Post
Translate »