রোগী কল্যাণ সমিতি চমেকহা হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগ ওয়ার্ড-৩২ এ তাহের ব্রাদার্স লিঃ এর আর্থিক সহায়তা এবং রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডাঃ তৈয়ব সিকদার সাহেবের এর উদ্যোগে ১টি মূল্যবান Neonatal Phototherapy unit BT-400 মেশিন প্রদান করা হয়। Neonatal Phototherapy unit BT-400 মেশিন টি নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহীন এর নিকট হস্তান্তর করেন রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডাঃ তৈয়ব সিকদার। উপস্থিত ছিলেন উক্ত বিভাগে সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মাসউদুর রহমান খান, রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, রোগী কল্যাণ সমিতির অর্থসম্পদ মোহাম্মদ জাহাঙ্গীর মোস্তফা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের চিকিৎসক বৃন্দ। এছাড়াও রোগী কল্যাণ সমিতি হতে উক্ত বিভাগে ২টি Nebulizer machine প্রদান করা হয়।
রোগী কল্যাণ সমিতি চমেকহা হতে ৬টি Nebulizer machine প্রদান করা হয়। Nebulizer machine গুলো শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর (ডাঃ) এ,কে,এম রেজাউল করিম স্যারের নিকট হস্তান্তর করেন রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার জনাব অভিজিৎ সাহা। এসময় উপস্থিত ছিলেন উক্ত বিভাগে চিকিৎসক ও নার্স বৃন্দ।" href="https://rksbd.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8b%e0%a6%aa-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af/">Previous Post