রোগী কল্যাণ সমিতি চমেকহা হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগ ওয়ার্ড-৩২ এ তাহের ব্রাদার্স লিঃ এর আর্থিক সহায়তা এবং রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডাঃ তৈয়ব সিকদার সাহেবের এর উদ্যোগে ২টি SYRINGE PUMP (EN-S7 Smart, EN-S7) প্রদান করা হয়। SYRINGE PUMP গুলো নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহীন এর নিকট হস্তান্তর করেন তাহের ব্রাদার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এর সহধর্মিণী মিসেস মুনতাসীর মামুন । উপস্থিত ছিলেন উক্ত বিভাগে সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মাসউদুর রহমান খান, রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের চিকিৎসক বৃন্দ। এসময় তিনি উক্ত ওয়ার্ড পরিদর্শন করেন এবং ওয়ার্ডের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তায় পাশে আছেন বলে জানান।

