রোগী কল্যাণ সমিতি চমেকহা হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগ ওয়ার্ড-৩২ এ তাহের ব্রাদার্স লিঃ এর আর্থিক সহায়তা এবং রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডাঃ তৈয়ব সিকদার সাহেবের এর উদ্যোগে ২টি SYRINGE PUMP (EN-S7 Smart, EN-S7) প্রদান করা হয়। SYRINGE PUMP গুলো নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহীন এর নিকট হস্তান্তর করেন তাহের ব্রাদার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এর সহধর্মিণী মিসেস মুনতাসীর মামুন । উপস্থিত ছিলেন উক্ত বিভাগে সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মাসউদুর রহমান খান, রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের চিকিৎসক বৃন্দ। এসময় তিনি উক্ত ওয়ার্ড পরিদর্শন করেন এবং ওয়ার্ডের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তায় পাশে আছেন বলে জানান।
রোগী কল্যাণ সমিতি চমেকহা হতে ৬টি Nebulizer machine প্রদান করা হয়। Nebulizer machine গুলো শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর (ডাঃ) এ,কে,এম রেজাউল করিম স্যারের নিকট হস্তান্তর করেন রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার জনাব অভিজিৎ সাহা। এসময় উপস্থিত ছিলেন উক্ত বিভাগে চিকিৎসক ও নার্স বৃন্দ।" href="https://rksbd.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8b%e0%a6%aa-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af/">Next Post