রোগী কল্যাণ সমিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্যকরী পরিষদের সভা ও নিভৃতচারী সমাজসেবী জনাব কাজী মোহাম্মদ আলী কর্তৃক রোগী কল্যাণ সমিতিতে ওয়াকফ্কৃত ৫০,০০,০০০/- টাকা বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোগী কল্যাণ সমিতির সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসান এমপি এইচ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনাব কাজী মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম এর উপ-পরিচালক ও রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি জনাব ওয়াহিদুল আলম, বনফুল গ্রুপের চেয়ারম্যান ও রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি আলহাজ্ব এম এ মোতালেব সিআইপি রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি আলহাজ্ব ডাঃ তৈয়ব সিকদার, রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি আলহাজ্ব এস এম মোরশেদ হোসেন, রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার জনাব অভিজিৎ সাহা, রোগী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মোস্তফা, তথ্য প্রকাশনা ও প্রচার সম্পাদক জনাব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব বোরহানা কবির, পাঠাগার সম্পাদক আলহাজ্ব জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য আলহাজ্ব রোকেয়া জামান ও জনাব মোহাম্মদ আবছার উদ্দিন চৌধুরী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য বৃন্দ, সম্মানিত ব্যাক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।উল্লেখ্য যে রোগী কল্যাণ সমিতির পাঠাগার সম্পাদক ও ক্যান্সার তহবিলের কনভেনার আলহাজ্ব জিয়া উদ্দিন খালেদ চৌধুরীর অনুপ্রেরণায় তাহার পরিবারের সদস্য কাজী মোহাম্মদ আলী রোগী কল্যাণ সমিতির কার্যক্রমে অনুপ্রাণিত হন। রোগী কল্যাণ সমিতির পক্ষ হতে আলহাজ্ব জিয়া উদ্দিন খালেদ চৌধুরীকে ধন্যবাদ জানাই।