রোগীকল্যাণ সমিতির মুখপত্র রোগীকল্যাণ বার্তার মোড়ক উন্মোচন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগীকল্যাণ সমিতর মুখপত্র রোগীকল্যাণ বার্তার ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় আজ। এ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে রোগীকল্যাণ সমিতির সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসান বলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগীকল্যাণ সমিতি দরিদ্র ও অসহায় রোগীদের সুচিকিৎসা প্রাপ্তিতে যত ধরনের প্রতিবন্ধকতা রয়েছে তার প্রায় সবগুলোই দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএম ডিপোর ভয়াবহ অগ্নিকান্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন প্রতিটা দুর্যোগে রোগীদের পাশে থেকেছে রোগীকল্যাণ সমিতি। এ সমিতি সম্প্রতি ডায়ালাইসিস রোগীদের সহায়তা দিয়েছে। বিভিন্ন ওয়ার্ডে রোগীকল্যাণ সমিতি যে সকল সেবা দিয়ে যাচ্ছে তা প্রসংশার দাবী রাখে। নিবেদিতপ্রাণ সমাজকর্মীদের মাধ্যমে এ সমিতি বিভিন্ন ওয়ার্ডের চাহিদা পুরণ করে যাচ্ছে। সমিতির এসব কার্যক্রম জনসাধারনের মাঝে ব্যাপক প্রচারের জন্য নিউজলেটার রোগীকল্যাণ বার্তা বিশেষ সহায়ক হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা ও রোগীকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা, তানজিনা আফরিন, পাঠাগার সম্পাদক আলহাজ্ব জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মাহামুদুল হাসান, মুজিবুল হক সিদ্দিকী, আলহাজ্ব মিনু আলম, রোকেয়া জামান, হাফসা সালেহ, কাজী মোহাম্মদ আলী প্রমুখ।