রোগীকল্যাণ সমিতির ত্রৈমাসিক মুখপত্র রোগীকল্যাণ বার্তার মোড়ক উম্মোচন করলেন মেয়র
সমাজসেবা অধিদফতরাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগীকল্যাণ সমিতির ত্রৈমাসিক মুখপত্র রোগীকল্যাণ বার্তার প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে। প্রথম সংখ্যার মোড়ক উম্মোচন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। গত ১৩ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মেয়র বলেন রোগীকল্যাণ সমিতি ১৯৬২ সাল থেকে দুস্থ অসহায় রোগীদের সহায়তায় বিভিন্নমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। রোগীকল্যাণ বার্তা প্রকাশের মাধ্যমে সমিতির কার্যক্রমগুলো সকলের মাঝে প্রকাশের এ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সক্ষমতা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। চিকিৎসক, রোগী এবং রোগীর স্বজনদের সহায়তা করছে রোগীকল্যাণ সমিতি। দরিদ্র অসহায় রোগীরা অর্থের অভাবে অনেক সময় চিকিৎসা নিতে হিমসিম খায়। এ অবস্থায় রোগীকল্যাণ সমিতি একান্ত বন্ধুর মতই তাদেরকে সহায়তা করে যাচ্ছে। তবে রোগীকল্যাণ সমিতির আর্থিক সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই রোগীদের সহায়তা করতে হয়। রোগীকল্যাণ সমিতিতে দান ও যাকাতের অর্থ প্রদানসহ প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য তিনি চট্টগ্রামের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান। সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমদ এর নেতৃত্বে একটি সুন্দর কার্যকরী কমিটি সমিতিকে পরিচালনা করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমদ, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, বিএমএ চট্টগ্রাম এর সভাপতি অধ্যাপক ডাঃ মুজিবুল হক খান, চমেক হাসপাতালের উপপরিচালক ডাঃ আখতারুল ইসলাম, রোগীকল্যাণ সমিতির ডাঃ তৈয়ব সিকদার, হাফেজ মোহাম্মদ আমান উল্ল্যাহ, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, মুজিবুল হক সিদ্দিকী, কামাল উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, আবছার উদ্দিন, সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, তানজিনা আফরিনসহ চমেক হাসপাতালে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও চিকিৎসকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি