প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম, আপনার সদয় অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রােগীকল্যাণ সমিতি হত দরিদ্র ও অজ্ঞাতনামা রােগী এবং পরিত্যক্ত শিশুদের চিকিৎসায় ঔষধ ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়ে ১৯৬২ সাল হতে সহায়তা করে আসছে। সমিতি রােগীদের Counselling এবং Gulidance ও প্রদান করে থাকে। সমিতির তহবিল গঠিত হয়ে থাকে সচেতন ও বিবেকবান নাগরিক এবং বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত দান ও যাকাতের মাধ্যমে। কিন্তু প্রতি বৎসর সংগৃহীত দান ও যাকাত রােগীদের চিকিৎসার জন্য প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। যেমন ২০২১-২০২২ অর্থ বছরের ৮ মাসে রোগীদের চিকিৎসা সহায়তার মােট চাহিদা ছিল ২,৮৯,৯৯,৭৪৯/- টাকা কিন্তু সমিতি সহায়তা করতে পেরেছে মাত্র ৯৬,৬৬,৫৮৩/- টাকা। বিগত ৬০ বছর ধরে আপনার মতাে সুহৃদ ব্যক্তি ও প্রতিষ্ঠান রােগীকল্যাণ সমিতির তহবিল সমৃদ্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন। অত্র হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তায় এ বছর অনুদান ও যাকাত বাবদ ২কোটি টাকা সংগ্রহে সমিতির লক্ষ্য পূরণে আপনার অব্যাহত সহযােগিতা কামনা করছি। আমি আপনার সুস্বাস্থ্য, উচ্চ সামাজিক মর্যাদা এবং ক্রমবর্ধমান খ্যাতি কামনা করছি। ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসান এমপি এইচ সভাপতি, রোগী কল্যাণ সমিতি ও পরিচালক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। __________________________________ বিঃদ্রঃ আপনার সহায়তা প্রেরণ করুন নিন্মোক্ত তহবিল সমূহে। অথবা যোগাযোগ করুন- রোগী কল্যাণ সমিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, হাসপাতাল সমাজসেবা কার্যালয়, ওয়ার্ড নং-৭, রুম নং-২৪৯, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম। ফোন: +৮৮ ০২ ৩৩৩৩৬৬০৩৭, ০১৭০৮-৪১৪৬০৪ www.rksbd.com rksctg2015@gmail.com
Translate »