পরিত্যাক্ত শিশু আরাফাত ও তরুনী রুমা
২০১৭ ইং তারিখে ১০ সেপ্টেম্বর একটি শিশুকে নিউরো সার্জারি বিভাগে ফেলে চলে যান অভিভাবকেরা তখন তার বয়স ছিল ১৫ দিন নানা ধরনের জন্মগত ক্রটি রয়েছে আরাফাত নামের শিশুটির কক্সবাজারে তরুনী রুমা আকতার তার খালাতো বোনের অসুস্থ মেয়েকে দেখাশোনার জন্য একই বিভাগের পাশের একটি শয্যায় ছিেিলন ২-৩ দিনের মধ্যেই তিনি অভিভাবকহীন এই শিশুটির মায়ায় পড়ে যান। সে মায়ার বাঁধন এমনই এক বছর ধরে হাসপাতালই যেন ঘরবাড়ী হয়েগেছে তার। নিজের আতœীয় না হলে ও ফেলে যাওয়া আরাফাত নামে শিশুটিকে বড় করেতুলেছেন তিনি। চিকিৎসকরা জানান,আরাফাত জন্মগতভাবে মেলিনগোমাইলেসিস এ আক্রান্ত। সে দুই পা স্বাভাবিকভাবে নাড়াতে পারতনা। এছাড়া মস্তিষ্কে পানি ছি। হার্নিয়ার সমস্যা ও ছিল তার। তিনটি অস্ত্রোপাচারের মাধ্যমে আরাফাত এখন এই সমস্যামুক্ত । এই পুরো সময়জুড়ে পাশে ছিল রোগীকল্যাণ সমিতি । দেড় বছর ধরে হাসপাতালের ওয়ার্ডে বেড়েউঠা ছেলে আরাফাতকে মায়ের ¯েœহে কাছে টেনে নিতে তরুনী রুমার কম ত্যাগ স্বীকার করতে হয়নি। মাঝে তো ছেলে সঙ্গে বিচ্ছদের আশাঙ্কা তৈরী হয়েছিল নিয়মানুযায়ী আরাফাতকে সরকারী শিশু আশ্রয়কেন্দ্রে পাঠানোর কথা। কিন্তু রুমার তীব্র আপত্তির মুখে দিদ্বায় পড়ে যায় হাসপাতাল ও সমাজসেবা কর্তৃপক্ষ। অবশেষে মা ছেলেকে এক সঙ্গে রাখার উদ্যেগ নেয় কর্তৃপক্ষ।