দীর্ঘ মেয়াদি থ্যালাসমিয়া রোগী মোঃ রিয়াদ, বয়স- ১১, বরকুপ, কুতুবদিয়া, কক্সবাজার। দীর্ঘ ৫ বছরের অধিক সময় ধরে রোগী কল্যাণ সমিতি চমেকহা হতে তাকে ঔষধ পত্র, ব্লাড ব্যাগ, ব্লাড সেট, পরীক্ষা নিরীক্ষা বাবদ সহায়তা প্রদান করা হচ্ছে। আজও রোগী কল্যাণ সমিতির হতে আবেদনের প্রেক্ষিতে তার মায়ের কাছে পরীক্ষা নিরীক্ষা বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এভাবে থ্যালসমিয়া রোগে আক্রান্ত শিশুদের নিয়মিত সহায়তা করে যাচ্ছে রোগী কল্যাণ সমিতি।