দীর্ঘ এক বছর ধরে Bone cancer আক্রান্ত মোঃ ফরহাদ, বয়স-২০, উত্তর মসজিদ্দা, কুমিরা, সীতাকুণ্ড। সে চার মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ ওয়ার্ড-৬ এ চিকিৎসা নিচ্ছে এসময় রোগী কল্যাণ সমিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হতে তার কেমোথেরাপির ঔষধ পত্র প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় আজ রোগী কল্যাণ সমিতি হতে Pacific Jeans Foundation এর আর্থিক সহায়তা তাকে ২০,৪০০/- টাকার কেমোথেরাপির ঔষধ পত্র প্রদান করা হয়।এভাবে নিয়মিত সীতাকুণ্ডবাসী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে বিভিন্ন রোগে চিকিৎসাধীন রোগীদের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে Pacific Jeans Foundation.