দীর্ঘমেয়াদি থ্যালাসমিয়া রোগীদের পাশে রোগী কল্যাণ সমিতি : মোঃ রাকিব, বয়স-১৪, মোঃসাকিব, বয়স- ১২ কুতুবদিয়া, কক্সবাজার। নাসিমা বেগম, বয়স-১২, আসাব উদ্দিন, বয়স-১০, জলদি, বাঁশখালী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিভাগের ওয়ার্ড-৯ এ চিকিৎসাধীন দীর্ঘ মেয়াদি থ্যালাসমিয়া রোগীরা সুদূর কুতুবদিয়া এবং বাঁশখালী হতে প্রতি মাসে অন্তত ২-৩ বার রক্ত গ্রহণের জন্য আসে। রোগী কল্যাণ সমিতি তাদের দীর্ঘ দিন ধরে প্রয়োজনীয় ব্লাড ব্যাগ, ব্লাড সেট ও অন্যান্য ঔষধ পথ্য সহায়তা প্রদান করে আসছে। আজো সেই ধারাবাহিকতা অব্যহত রয়েছে।