জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে ০৮ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সভা কক্ষে রোগী কল্যাণ সমিতি হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রোগীকল্যাণ সমিতির পক্ষ হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন দুঃস্থ রোগীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল এবং হুইল চেয়ার, ক্র্যাচ বিতরণ করেন রোগীকল্যাণ সমিতির সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলীম উদ্দিন এমফিল এমপিএইচ। অনুষ্ঠানে আরও উপস্থিত সহকারী পরিচালক ডাঃ রাজিব পালিত, ডাঃ রুমা ভট্টাচার্য, রেডিও থেরাপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডা: আব্দুল্লাহ আল মাহমুদ।
সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, রোগীকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ডাঃ এম এ মান্নান, পাঠাগার সম্পাদক জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য আলহাজ্ব মিনু আলম, ডঃ হাফসা সালেহ, মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
