জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,চট্টগ্রাম থেকে হাসপাতাল সমাজসেবা কার্যালয় চট্টগাম মেডিকেল কলেজ হাসপাতলে সহায়ক উপকরণ (হুইল চেয়ার) বিতরনের মাস্টার রােল-২০২০ অনুযায়ী প্রাপ্ত ১৫টি হুইলচেয়ার হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড-২০, বেড-১ চিকিৎসাধীন মোঃ আলী, বয়স-৭০, দক্ষিণ হালিশহর, ইপিজেড নিবাসী ক্যন্সার আক্রান্ত শারীরিক প্রতিবন্ধী রোগীকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়।