
চমেক হৃরোগ বিভাগে হেল্প ডেস্ক স্থাপনে ত্রিপক্ষীয় চুক্তি
রোটারি ক্লাব অফ চিটাগাং মেরিন সিটি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হৃদরোগ বিভাগ ও রোগীকল্যাণ সমিতির মধ্যে ত্রি-পক্ষীয় সহায়তা চুক্তি রোটারি জেলা ৩২৪২ গভর্ণর রোটারিয়ান দিল নাসিন মোহসেনের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়। রোটারিয়ান ক্যাপ্টেন ফয়সাল আজিম, ডাঃ সালেহ সালাউদ্দিন উজ্জল ও অভিজিৎ সাহা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির আওতায় সকল রোগীদের সঠিক ও উন্নত চিকিৎসা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করবেন। রোটারিয়ান ক্লাব অফ চিটাগাং মেরিন সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান ক্যাপ্টেন ফয়সাল আজিম বলেন কম খরচে সর্বোত্তম ও নিরাপদ চিকিৎসা সরকারী হাসপাতাল গুলোতেই দেওয়া হয়। অথচ ত প্রচার পায়না। আমরা সরকারী এ সেবা আরো সহজ ও কার্যকর করতে কর্তৃপক্ষকে সাধ্যমত সহায়তা প্রদান করব। এই চুক্তি স্বাক্ষর অনুষ্টানে রোটারি জেলা ও ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাথমিক পর্যায়ে রোটারি ক্লাব অফ চিটাগাং মেরিন সিটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হৃরোগ বিভাগে কম্পিউটারসহ একটি হেল্প ডেস্ক স্থাপনের কার্যক্রম গ্রহন করে। ভবিষ্যতে এ সহায়তা অব্যহত থাকবে। এই উদ্যেগের আওতায় ঞবধস ঈঃম এর কয়েকজন উদ্যমী তরুন সার্বক্ষনিক রোগীদের সহায়তার জন্য হেল্প ডেস্কে নিয়োজিত রয়েছে যারা হৃদরোগ বিভাগের অভিজ্ঞ ডাক্তাদের দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত ।