চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবাগত পরিচালক ও রোগীকল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসান স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রোগী কল্যাণ সমিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্যকরী পরিষদের সদস্য বৃন্দ। উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডাঃ তৈয়ব সিকদার ও আলহাজ্ব এস এম মোরশেদ হোসেন, সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর মোস্তফা, তথ্য প্রকাশনা ও প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডাঃ এম এ মান্নান, পাঠাগার সম্পাদক আলহাজ্ব জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, আলহাজ্ব মিনু আলম, আলহাজ্ব রোকেয়া বেগম, আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম এবং মোহাম্মদ আবছার উদ্দিন চৌধুরী। এবং রোগীদের কল্যাণে বিভিন্ন বিষয়ে নবাগত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসান স্যারের সাথে সমিতির কার্যকরী পরিষদের সদস্য বৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।