May 13, 2023
By: rksbd
গত ২৪/০১/২০২৩ খ্রিঃ তারিখ রাত ১.৩০টায় নগরীর জামাল এলাকায় মানসিক ভারসাম্যহীন নারীর প্রসব করা নবজাতক শিশুটিকে দীর্ঘ ৩মাস ৩দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগ ওয়ার্ড-৩২ বেড ৭৫ এ চিকিৎসা শেষে সরকারি ছোটমনি নিবাস, রৌফবাদ, চট্টগ্রাম বরাবর প্রেরণের জন্য পাঁচলাইশ মডেল থানার এস.আই মনিরা আক্তার এর নিকট শিশুটিকে হস্তান্তর করেন নবজাতক বিভাগের ডাক্তার সৈয়দা হুমায়দা হাসনা, রচিতা দাশ, উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, নবজাতক বিভাগের সিনিয়র স্টাফ নার্স রুহী ফারজানা খানম, ওয়ার্ড মাষ্টার রাজিব ও অন্যান্য নার্স বৃন্দ।
এই দীর্ঘ সময়ে রোগী কল্যাণ সমিতি চমেকহা হতে শিশুটির জন্য ল্যাকটোজেন দুধ, ডায়াপার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও ঔষধ পত্র প্রদান করা হয় এবং শিশুটিকে মাতৃমমতায় লালন পালন করেন উক্ত বিভাগের চিকিৎসক ও নার্স বৃন্দ।