গত ২২/১০/২০২২ তারিখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিভাগ ওয়ার্ড-৯ এ চিকিৎসাধীন অবস্থায় রেখে পালিয়ে যায় শিশুটির পিতা মাতা। রোগী কল্যাণ সমিতি চমেকহা হতে অজ্ঞাত (মোঃ আরিফ) বয়স-১০ মাস শিশুটির জন্য ২প্যাক ডায়পার, ২প্যাক ওয়েট টিস্যু এবং ২টি ফিডার প্রদান করা হয়। শিশুটি বর্তমানে শিশু রোগ বিভাগ ওয়ার্ড-৯ এর পুষ্টি ব্লক বেড-৪ এ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।