খন্ড খন্ড ভালোবাসার, খন্ড চিত্র।
রোগী কল্যাণ সমিতি চমেকহা হতে ক্যান্সার আক্রান্ত রোগী ফরিদ আহমদ, বয়স-৭০ কে ১৪,৬০০/-টাকার কেমোথেরাপির ঔষধ, সার্জারি রোগী খোরশেদ আলম, বয়স-৩৬ এর জন্য তার ভাইয়ের নিকট lnj- Kabiven (1440) , অজানা শিশুর জন্য ২টি ল্যাকটোজেন দুধ, ১০ পিচ ডায়পার, শিশু রোগী আরফান, রয়স-৪৭দিন এর জন্য তার মায়ের নিকট পরীক্ষা নিরীক্ষার ৩,০০০/-টাকা এবং মেডিসিন বিভাগ ওয়ার্ড-১৪ এ চিকিৎসাধীন আরশাদ আহমদ বয়স-৬৫ এর MRI of brain পরীক্ষা বাবদ ৩,০০০/- টাকা তার বোনের নিকট প্রদান করা হয়। এছাড়াও নিত্য দিনের মতো বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অনেক রোগীদের ঔষধ পত্র প্রদান করা হয়।