করোনা রোগীর চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরও একটি হাই ফ্লো নেজাল ক্যানুলা দিল রোগী কল্যাণ সমিতি : করোনা রোগীর চিকিৎসায় অতি প্রয়োজনীয় হাই ফ্লো নেজাল ক্যানুলা অপর্যাপ্ততার বাস্তবতায় আজ রোগী কল্যাণ সমিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরো একটি হাই ফ্লো নেজাল ক্যানুলা এবং ৫০টি পেশেন্ট বেড প্রদান করে। বাংলাদেশে ফ্রোজেন ফুডস এক্সপোর্ট এসোসিয়েশন এর আর্থিক সহায়তায় প্রাপ্ত এই হাই ফ্লো নেজাল ক্যানুলা এবং অলিম্পিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াহীদুল আলম হেলাল এর আর্থিক সহায়তায় প্রাপ্ত ৫০টি পেশেন্ট বেড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবীর এমফিল এর নিকট হস্তান্তর করেন রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডাঃ তৈয়ব সিকদার। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাঃ নাসির উদ্দিন মাহমুদ, সমাজসেবা অফিসার ও রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্ট এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশরাফ হোসাইন মাসুদ এবং সাধারণ সম্পাদক এসএম মোরশেদ জাফর।