By: rksbd
অনুর্ধ ১৮ক্যান্সার রোগীকে রোগী কল্যাণ সমিতি চমেকহা হতে সহায়তা।
নাম: রায়াত।
বয়স: ৩বৎসর।
পিতা :ফরিদুল আলম ।
পেশা: কৃষক।
মাতা :জেসমিন আকতার।
গ্রাম: করিম সিকদার পাড়া, পোঃ ভারুয়াখালী,
থানা: কক্সবাজার সদর, কক্সবাজার।
মোবাইল: 01854-416519
ব্লাড ক্যান্সার শিশু রোগী ।
গত জুন মাসের শুরু দিকে সাধারণ সর্দি জ্বর মনে করে শিশুটির পিতা তাদের নিকটস্থ কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। কয়েকদিন ধরে কিছু পরীক্ষা নিরিক্ষা করার পর ডাক্তার শিশুটির ব্লাডক্যান্সার বলে নিশ্চিত হন এবং তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিভাগ ওয়াড-৮এ প্রাথমিকভাবে ভর্তি দেওয়া হয়। অতঃপর ৯ নং ওয়ার্ডে ১৬-০৭-২০২২ ইং হতে তার নিয়মিত ক্যান্সারের চিকিৎসা কার্যক্রম চলছে। এ সময় রোগীকল্যাণ সমিতির কাছে বিষয়টি চিকিৎসকের মাধ্যমে অবগত হলে রোগীকল্যান সমিতিতে অনুর্ধ ১৮ ক্যান্সার রোগীদের জন্য কাজী মোহাম্মদ আলী কর্তৃক ওয়াকফ কৃত ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ) টাকার অনুদানের অর্থ হতে প্রাপ্ত মুনাফা থেকে শিশুটির চিকিৎসার সিদ্ধান্ত গ্রহন করা হয়। উক্ত অর্থ হতে শিশুটিকে নিয়মিত ঔষধপত্র সহায়তা প্রদান করা হচ্ছে এবং তার চিকিৎসা সেবা ও সহায়তা অব্যাহত রয়েছে এতে জনাব কাজী মোহাম্মদ আলী সাহেবের ও সম্মতি রয়েছে।
আমরা শিশুটির আশু রোগ মুক্তি কামনা করছি।

